Logo
Logo
×

আন্তর্জাতিক

১২ দেশের ওপর আরোপিত ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:২১ পিএম

১২ দেশের ওপর আরোপিত ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশের বিরুদ্ধে ১২টি দেশের নাগরিকদের ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হচ্ছে।

‘বিদেশি সন্ত্রাসীদের’ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ট্রাম্প ঘোষণা করেছেন।

যে দেশগুলির নাগরিকদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হল, ইরান, আফগানিস্তান, মিয়ানমার, লিবিয়া, সুদান, ইয়েমেন, শাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি ও সোমালিয়া।

এর পাশাপাশি আরও সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব দেশ হল, লাওস, তুর্কেমেনিস্তান, কিউবা, ভেনেজুয়েলা, বুরুন্ডি, সিয়েরা লিওন ও টোগো।

ট্রাম্প জানিয়েছেন, যে দেশগুলো সবচেয়ে কঠোর বিধিনিষেধের আওতায় পড়েছে তারা ‘সন্ত্রাসীদের বড় ধরনের উপস্থিতিকে’ আশ্রয় দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তারা ভিসা নিরাপত্তায় সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে আর ভ্রমণকারীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে তাদের অক্ষমতা রয়েছে। পাশাপাশি এসব দেশগুলোর অপরাধমূলক রেকর্ড সংরক্ষণ অপর্যাপ্ত এবং তাদের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্র অবস্থানের হার উচ্চ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালেও ট্রাম্প সাতটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন, যিনি ট্রাম্পের পর ক্ষমতায় আসেন, ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। বাইডেন এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় বিবেকের ওপর একটি কলঙ্ক’ বলে অভিহিত করেছিলেন।

যে দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেসব দেশের কর্মকর্তারা ও বাসিন্দারা সিদ্ধান্তটি নিয়ে হতাশা ও অবিশ্বাস জানিয়েছেন।

ট্রাম্পের এই পদক্ষেপকে ‘ইরানি ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতার বহিঃপ্রকাশ’ বলে নিন্দা করেছে তেহরান।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারাও ট্রাম্পের এই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন