Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের দাবি ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক তথ্য পাওয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৪:১০ পিএম

ইরানের দাবি ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক তথ্য পাওয়ার

ছবি- সংগৃহীত

ইরানি গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের স্পর্শকাতর তথ্যের একটি বড় ধরনের ভাণ্ডার পেয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

এসব নথির মধ্যে কিছু ইরানের প্রধান শত্রু ইসরায়েলের পারমাণবিক পরিকল্পনা ও স্থাপনা সংক্রান্ত বলে জানিয়েছে তারা।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেসটিভি অনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, “এসব নথি হস্তগত করার অভিযানটি কিছুদিন আগে চালানো হলেও বিশাল পরিমাণের ওই উপকরণগুলো ইরানে নিরাপদে নিয়ে যাওয়া জন্য আর সেগুলো সুরক্ষিত স্থানে পৌঁছানো নিশ্চিত করার জন্য খবরটি গোপন রাখতে হয়েছে।”

এই নথিগুলোর পরিমাণ এতো বেশি যে ছবি ও ভিডিওসহ এগুলো পর্যালোচনা করতে উল্লেখযোগ্য সময় লেগে গেছে বলে প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে প্রতিবেদনে নথিগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তেহরান তাদের পারমাণবিক কর্মসূচী নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় না এলে বোমাবর্ষণ করা হবে বলে ইরানকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আঘাত হানার এক পরিকল্পনা এপ্রিলে ট্রাম্প আটকে দেন বলে খবর হয়। জানা গেছে, আলোচনার মাধ্যমে তেহরানের সঙ্গে একটি চুক্তিতে আসতে তিনি ওই হস্তক্ষেপ করেছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেওয়া দেশটির স্বার্থের ‘শতভাগ’ বিরুদ্ধে। এমন মন্তব্য করে তিনি ইরানের সঙ্গে চলমান পারমাণবিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল একটি দাবি প্রত্যাখ্যান করেছেন।

তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কয়েক দশকব্যাপী চলা উত্তেজনা নিরসনের লক্ষ্যে ওমানের মধ্যস্থতায় বেশ কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন