Logo
Logo
×

আন্তর্জাতিক

জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:২৯ এএম

জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা!

ছবি : সংগৃহীত

চলতি বছর জি-৭ সম্মেলনে কানাডায় যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জানা গেছে সম্মেলনে অংশ নেওয়ার জন্য এখনো পর্যন্ত মোদিকে আমন্ত্রণই পাঠায়নি কানাডা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভি জানিয়েছে,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন না। এর ফলে ২০১৮ সালের পর এই প্রথম তিনি এই ধরনের আয়োজনে যোগ দেওয়া থেকে বিরত থাকছেন।

এখনও পর্যন্ত কানাডা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে কোনও আমন্ত্রণ পাঠায়নি। তবে আমন্ত্রণ এলেও মোদি এই সফরে যেতেন না, কারণ ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে।

মূলত ভারত ও কানাডার সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে মোড় নেয় ২০২৩ সালে। সেসময় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার প্রমাণ রয়েছে।

২০২৩ সালে নরেন্দ্র মোদি হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে গিয়েছিলেন। কানাডার আলবার্টা প্রদেশে আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত জি-৭ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু- যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন