Logo
Logo
×

আন্তর্জাতিক

ইলন মাস্ক একজন চমৎকার মানুষ :ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:০৪ পিএম

ইলন মাস্ক একজন চমৎকার মানুষ :ট্রাম্প

ছবি - সংগৃহীত

মাদকের ব্যাপারে প্রশ্ন করায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি,ইলন মাস্ক একজন চমৎকার মানুষ। আমি ইলনকে একজন অসাধারণ ব্যক্তি বলেই মনে করি এবং তাঁকে নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমার মতে তিনি দারুণ একজন ব্যক্তি।’

বিশ্বের শীর্ষ ধনী ও নিজের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে মাদক ব্যবহারের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশ শেষ করে হোয়াইট হাউসে ফেরার পর গতকাল শুক্রবার রাতে ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গতকাল এক প্রতিবেদনে বলেছে, প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যবসায়ী ইলন মাস্ক মাদক ব্যবহার করেন। অতীতে তাঁর মাদক ব্যবহার নিয়ে যা জানা গেছে, তিনি তার চেয়ে অনেক বেশি মাত্রায় এটি ব্যবহার করেন।

এর আগে মাস্ক নিজেও ওভাল অফিসে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে প্রশ্ন করার সময় মাস্ক সংশ্লিষ্ট সাংবাদিককে থামিয়ে দেন এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর মাস্ক বিষয়টি এড়িয়ে যেতে বলেন, ‘এসব বাদ দিন, পরের বিষয়ে কথা বলুন।’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে প্রভাবশালী হয়ে ওঠার সময় মাস্ক পূর্বে জানা তথ্যের তুলনায় অনেক বেশি মাত্রায় মাদক ব্যবহার করেছেন। এ বিষয়ে অবগত আছেন—এমন ব্যক্তিদের বরাতে নিউইয়র্ক টাইমস তাঁর মাদক গ্রহণ করার বিষয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।

তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে, চলতি বছর হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের অংশ থাকার সময় মাস্ক মাদক ব্যবহার করছিলেন কি না—তা স্পষ্ট নয়।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন