
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম
পাঞ্জাবে বৃষ্টিতে ১৮ জনের মৃত্যু, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০২:৫০ পিএম
-68342b68e3105.jpg)
ছবি : সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বৃষ্টি এবং বজ্রঝড়ের কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১১০ জন ব্যক্তি আহত হয়েছেন। পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, রাজ্যজুড়ে এখন পর্যন্ত মোট ১২৪টি ভবন ধসের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ দুর্ঘটনার সঙ্গে সৌর বিদ্যুৎ প্যানেল জড়িত ছিল, যেগুলো নিরাপত্তা ছাড়াই স্থাপন করা হয়েছিল।
পিডিএমএর মহাপরিচালক ইরফান আলী জানান, এই ভবন ধসের ৮০ শতাংশই ঘটেছে সৌর প্যানেলের কারণে। তিনটি ঘটনা ব্যতীত বাকি সবগুলোতেই সোলার প্লেটের অবৈজ্ঞানিক স্থাপন যুক্ত।
ইরফান আলী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে গড় তাপমাত্রা ১ থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে, যার প্রভাব হিসেবে দেখা দিচ্ছে হঠাৎ তাপপ্রবাহ এবং অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি। পরপর দুই বছর ধরে গ্রীষ্মকালে তাপমাত্রা হঠাৎ করে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাচ্ছে, যার কারণে সৃষ্টি হচ্ছে ঘন ঘন বজ্রঝড় ও বৃষ্টিপাত।
জানা গেছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে নাগরিকদের সুরক্ষায় আগাম সতর্কবার্তা, পানি সরবরাহ এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএস/