
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম
ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:২৪ এএম

ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়বৃষ্টির ফলে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্য সরকার নিহতদের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ফসলের ক্ষয়ক্ষতির জরিপ করার নির্দেশও দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা সোমবার পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ঝড়ে উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার সিংঘার গ্রামে একটি বিশাল পিপল গাছ ভেঙে পড়ায় বহু টিয়াপাখি প্রাণ হারিয়েছে। স্থানীয়দের মতে, গাছটিতে বহু পাখির বাস ছিল, যা হঠাৎ ঝড়ে বিধ্বস্ত হয়ে যায়।
ঝাঁসির বন কর্মকর্তা জে বি শেন্দে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৭০টি টিয়াপাখির মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৩০টি পাখি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এ ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।