Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি বিমান নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:২৫ এএম

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি বিমান নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমায় বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ সম্প্রতি বাড়িয়েছে।

ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমায় বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ সম্প্রতি বাড়িয়েছে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

পাকিস্তান জানায়, ২৪ জুন ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনো বিমান প্রবেশ করতে পারবে না। এদিকে, ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ জুন পর্যন্ত পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ভাড়া দেওয়া কোনো বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

এই নিষেধাজ্ঞার ফলে উভয় দেশের বিমান চলাচলে দীর্ঘ সময়ের বিলম্ব ও বাড়তি খরচের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ভারতীয় বিমান সংস্থাগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, যার ফলে জ্বালানি খরচ বৃদ্ধি পাবে এবং ফ্লাইটের সময়সীমা বাড়বে। এছাড়া, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে, যার ফলে তাদের ফ্লাইটের সময় ও খরচ বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে উভয় দেশের বিমান সংস্থাগুলো সরকারের সহায়তা চেয়ে আবেদন করেছে। ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে তাদের বছরে প্রায় ৬০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়ে একটি চিঠি দিয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায়। এই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই ঘটনার পর ভারত পাকিস্তানের সাথে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে এবং পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে আকাশসীমা বন্ধ করে দেয়।

দুই দেশের মধ্যে এই চলমান উত্তেজনা আন্তর্জাতিক বিমান চলাচলে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, যা বিশ্বজুড়ে যাত্রীদের জন্য সময় ও খরচের দিক থেকে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সূত্র: রয়টার্স, এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন