Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:৫৮ এএম

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

আহমেদ শায়ান ফজলুর রহমান

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের দুটি সম্পত্তি জব্দের আদেশ জারি করেছে। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস–এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে- ১৭ গ্রসভেনর স্কয়ার, লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেটি ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল। গ্রেশাম গার্ডেনস, উত্তর লন্ডনের একটি বাড়ি, যেটি ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।

প্রতিবেদন অনুসারে, এসব সম্পদ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোল অনুযায়ী জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা—যিনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মা—মাঝেমধ্যে গ্রেশাম গার্ডেনসের ওই বাড়িতে অবস্থান করতেন। তবে বর্তমানে তিনি সেখানে থাকেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা নিশ্চিত করছি, লন্ডনের ১৭ গ্রসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেনসের দুটি সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। এটি একটি চলমান তদন্তের অংশ।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আবদুল মোমেন ফিনান্সিয়াল টাইমস–কে জানিয়েছেন, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ রহমান দুজনেই দুর্নীতির তদন্তে সন্দেহভাজন হিসেবে বিবেচিত হচ্ছেন।

এদিকে, আহমেদ রহমানের একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, আমাদের মক্কেল দৃঢ়ভাবে অস্বীকার করছেন যে তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয়, তিনি তাতে পূর্ণ সহযোগিতা করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আমরা আশা করি, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনায় নেবে।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত শেখ রেহানা ও সালমান এফ রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন