চীনের গুইঝোতে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ৪, নিখোঁজ ১৭ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:১৩ এএম
ছবি : সংগৃহীত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, এতে এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। চীনা রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি বৃহস্পতিবার (২৩ মে) এক প্রতিবেদনে জানায়, দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চাংশি শহরে দুজন এবং কাছাকাছি কিংইয়াং গ্রামে আরও দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ভূমিধসের কারণে আটটি পরিবারের মোট ১৯ জন সদস্য ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে আশপাশের পার্বত্য অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। গুইঝো ছাড়াও হুনান ও জিয়াংসি প্রদেশে ভারী বর্ষণের কারণে কর্তৃপক্ষ তৃতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করেছে।
উদ্ধার ও ত্রাণকাজে সেনাসদস্য, দমকলকর্মী এবং অন্যান্য জরুরি সেবার মোট ৪০০ জনের বেশি কর্মী অংশ নিয়েছেন। দুর্গত এলাকাগুলোর রাস্তাঘাট ও যাতায়াতব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে।
চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি অপ্রত্যাশিত তীব্র বৃষ্টিপাত ও দীর্ঘমেয়াদি গরমের মধ্যে রয়েছে। জনবহুল এলাকা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বেশি।
উল্লেখ্য, গত এক সপ্তাহে চীনের গুয়াংডং ও গুয়াংশি অঞ্চলেও প্রবল বর্ষণে অন্তত ৭ জন নিহত হন এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এসব অঞ্চলে পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।
চীনা আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল ছিল গত ৬০ বছরে চীনের সবচেয়ে উষ্ণতম বছর, যা জলবায়ুজনিত দুর্যোগ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।



