গাজায় ইসরায়েলি আগ্রাসনে ১৪০ ফিলিস্তিনির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:৫১ পিএম
ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৮ মে) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা এখন গাজায় স্থল অভিযানে নেমেছে, যা তারা ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে পরিচালনা করছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৬৯ জন প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলা ছিল সবচেয়ে তীব্র। হাসপাতাল সূত্র জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ আটকা পড়ে আছে।
এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসির এলাকায় একটি শরণার্থী আশ্রয়কেন্দ্রে রাতের বেলায় হামলা চালানো হয়, যখন লোকজন ঘুমিয়ে ছিলেন। বাস্তুচ্যুত নারী ও শিশুসহ অনেকেই সেখানে আশ্রয় নিয়েছিলেন। সেই হামলায় বহু মানুষ ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছেন।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে তারা হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে ছিল সুড়ঙ্গপথ, হামলার ঘাঁটি ও ট্যাংকবিধ্বংসী অবস্থান। ইসরায়েল দাবি করেছে, তাদের অভিযানে হামাসের বহু সদস্য নিহত এবং অবকাঠামো ধ্বংস হয়েছে।
তবে বাস্তব চিত্র ভিন্ন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত ৫০০-র বেশি মানুষের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েল বলছে, তারা কেবল সন্ত্রাসীদের লক্ষ্য করছে, কিন্তু বাস্তবে বেসামরিক মানুষই প্রাণ হারাচ্ছে।
উত্তর গাজার সব হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। চিকিৎসাসেবা না পেয়ে বহু আহত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। খাবার, পানি, বিদ্যুৎ ও ওষুধের মারাত্মক সংকটে গোটা অঞ্চল মানবিক বিপর্যয়ের মুখে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘প্রয়োজনে হামলা অব্যাহত থাকবে’ এবং দখলদার বসতি রক্ষায় বিমান বাহিনী তাদের ভূমিকা পালন করে যাবে।
সূত্র: আলজাজিরা



