Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৫৮ পিএম

বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা

বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্যের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি)। 

শনিবার (১৭ মে) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, রেডিমেড গার্মেন্টস, ফল-ফলেরসযুক্ত কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, তুলা ও সুতির সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি পণ্য, রং ও প্লাস্টিসাইজার এবং কাঠের আসবাবসহ একাধিক পণ্য আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে না।

তবে এসব পণ্য মুম্বাই ও কলকাতার সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি থাকবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, এই নিষেধাজ্ঞার ফলে রপ্তানি খাতে বড় ধাক্কা লাগবে, বিশেষ করে রেডিমেড গার্মেন্টস খাতে। এই খাতেই যুক্ত রয়েছে এক হাজারের বেশি শ্রমিক ও অসংখ্য লজিস্টিক কোম্পানি, যারা এখন ক্ষতির মুখে।

তবে পেট্রাপোল, ঘোজাডাঙ্গা ও মহদীপুর সীমান্ত দিয়ে এসব পণ্যের প্রবেশ এখনও চালু থাকছে বলে জানান তিনি।

এর আগে বাংলাদেশও ভারত থেকে স্থলবন্দর হয়ে সুতা আমদানি স্থগিত করে এবং ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুবিধা বাতিল করে দেয় ভারত। নতুন এ নিষেধাজ্ঞাকে তারই পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ব্যবসায়ীরা বলছেন, সরকারের নীতিনির্ধারণের বৃহত্তর স্বার্থ থাকলেও এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে বাণিজ্যিক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন