Logo
Logo
×

আন্তর্জাতিক

এলওসিতে উত্তেজনা কমলেও কূটনৈতিক টানাপড়েন তীব্র, পাল্টাপাল্টি বহিষ্কার ভারত-পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:১৯ পিএম

এলওসিতে উত্তেজনা কমলেও কূটনৈতিক টানাপড়েন তীব্র, পাল্টাপাল্টি বহিষ্কার ভারত-পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) কয়েকদিনের সংঘাত, গোলাগুলি ও উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন করে কূটনৈতিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গুপ্তচরবৃত্তির অভিযোগে উভয় দেশ একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে ভারত ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। তার বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

ভারতের এই পদক্ষেপ এমন সময় আসে যখন পাঞ্জাবে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানি সংযোগে সেনাবাহিনীর তথ্য পাচারের অভিযোগ আনা হয়। অভিযুক্তদের একজন নাকি পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তার নির্দেশে কাজ করছিলেন।

এ ঘটনার পর পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা শংকর রেড্ডি চিন্তালাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ইসলামাবাদ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। একইসঙ্গে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্রও প্রদান করা হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একজন দায়িত্বশীল রাষ্ট্রের উচিত কূটনৈতিক রীতিনীতির যথাযথ অনুসরণ করা এবং কূটনৈতিক সুযোগের অপব্যবহার না করা।

এই পাল্টাপাল্টি বহিষ্কার এমন এক সময়ে ঘটল, যখন পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ, অস্ত্রবিরতি লঙ্ঘন এবং পারস্পরিক অভিযোগে উত্তেজনা চরমে পৌঁছেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন