Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় নতুন হামলায় অনিচ্ছা ট্রাম্পের, হতাশ নেতানিয়াহু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০৬ এএম

গাজায় নতুন হামলায় অনিচ্ছা ট্রাম্পের, হতাশ নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এর অংশ হিসেবে ইতোমধ্যে রিজার্ভ সেনা মোতায়েনও শুরু হয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার ঘোর বিরোধী। তার মতে, এমন অভিযান কেবল বিপর্যয়ই ডেকে আনবে এবং গাজাকে পুনর্গঠনের পরিকল্পনা ব্যাহত করবে।

এনবিসি জানিয়েছে, একটি অভ্যন্তরীণ সূত্র জানায়—ট্রাম্প বিশ্বাস করেন, ব্যাপক হামলার মাধ্যমে হামাসের হাতে বন্দি জিম্মিদের উদ্ধার করা যাবে না। বরং এটি একধরনের অপচয় হয়ে দাঁড়াবে।

এই অবস্থান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসন্তুষ্ট। এনবিসির প্রতিবেদন বলছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন উদ্যোগ—বিশেষ করে ইয়েমেনের হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা এবং তাদের ওপর বিমান হামলা বন্ধের আহ্বান—নিয়ে নেতানিয়াহু বিরক্ত। একইসঙ্গে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়েও তার মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

সূত্রটি আরও জানায়, নেতানিয়াহু তার ঘনিষ্ঠদের বলেছেন, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় সময় নষ্ট করছেন। কারণ তার ধারণা, চুক্তি হলেও ইরান তা মানবে না।

সূত্র: এনবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন