Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ বিচ্ছিন্ন করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৪৯ পিএম

নেতানিয়াহুর সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ বিচ্ছিন্ন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের সামরিক রেডিও।

ইসরাইলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ট্রাম্প মনে করেন নেতানিয়াহু তাকে ‘প্রতারণা’ করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা এ তথ্য ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে জানিয়েছেন।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, রিপাবলিকান নেতাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ডারমারের আচরণকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ‘অহংকারী ও অকার্যকর’ হিসেবে মনে করেছে।

একজন ইসরাইলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ট্রাম্পের সবচেয়ে বড় অসন্তোষ তখনই হয়, যখন কেউ তাকে প্রতারিত করার চেষ্টা করে। তিনি মনে করছেন নেতানিয়াহু ঠিক সেটাই করছেন, তাই তিনি সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন।”

সাংবাদিক কোজিনের মতে, ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিষয়ে ইসরাইল কোনো নির্দিষ্ট কৌশল বা সময়সূচি জানাতে না পারায় ওয়াশিংটনের সঙ্গে তেলআবিবের সম্পর্ক আরও টানাপোড়েনে পড়েছে।

গাজা পরিস্থিতি নিয়েও নেতানিয়াহুর সরকারের অস্পষ্ট অবস্থান ট্রাম্প প্রশাসনের মধ্যে হতাশা বাড়িয়েছে বলে জানিয়েছেন কোজিন।

এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানানো হয়, এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২,৭৮৭ জন এবং আহত হয়েছেন ১১৯,৩৪৯ জনের বেশি। তবে গাজা তথ্য দপ্তরের মতে, প্রকৃত মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে যেতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন