Logo
Logo
×

আন্তর্জাতিক

'পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক নিহত'

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৭:৩২ পিএম

'পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক নিহত'

ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানে সামরিক অভিযান চালিয়েছে ভারত। বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, অভিযানে শতাধিক নিহত হয়েছেন।

বৈঠকের পর কংগ্রেস নেতা খাড়গে জানান, সরকারের পক্ষ থেকে কিছু তথ্য গোপন রাখা হয়েছে, তবে তারা এই পদক্ষেপকে সমর্থন করেছেন।

এর আগে ভারতের একাধিক সরকারি সূত্র জানায়, বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, এরপর রাতভর পাকিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে তারা। সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানান, রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরের কাছে ভারতের পাঠানো একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

লাহোরের কাছে ভারতীয় ড্রোন হামলায় চারজন সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া, পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধু অঞ্চলে এক বেসামরিক নিহত এবং একজন আহত হয়েছেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, লাহোরজুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ করাচি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে, পাশাপাশি ইসলামাবাদ ও লাহোরে উড্ডয়ন সাময়িক স্থগিত রাখা হয়েছে।

এই সামরিক উত্তেজনার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন দক্ষিণ এশিয়ার দিকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন