
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১১:৫২ এএম
প্রতিটি রক্তের ফোঁটার জবাব দেবে পাকিস্তান : শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৪৩ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
ভারতের গর্ব বলে বিবেচিত পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ধ্বংসস্তূপ ও ছাই— এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি দাবি করেন, পাকিস্তানি বিমানবাহিনীর পাল্টা অভিযানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শত্রুপক্ষকে অসহায় ও নতজানু অবস্থায় ফেলে দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ভাষণে শেহবাজ বলেন, আল্লাহর কৃপায় আমাদের ফাইটার জেটগুলো এমন ঝড় তোলে আকাশে যে, শত্রুরা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন ধ্বংস হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, ভারত তাদের কাপুরুষোচিত বিমান হামলার ফল ভোগ করবেই। তারা ভেবেছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গিয়েছিল— আমরা সাহসী জাতি।
পাকিস্তানি বিমানবাহিনীর পাল্টা হামলার ফলে ভারতের সামরিক অবকাঠামোতে এমন আঘাত হেনেছে যা সহজে মেরামতযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের হামলায় প্রাণ হারানো নিরীহ বেসামরিকদের প্রতি শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। আমরা আজ সাত বছরের ইর্তিজা আব্বাস নামে এক শিশুর জানাজা পড়েছি।
তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, নিহতের সংখ্যা ৩১।
শেহবাজ প্রতিশ্রুতি দেন, যে রক্ত ঝরেছে, তার প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। যারা নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালায়, তারা শক্তিশালী নয়— বরং কাপুরুষ। আমরা প্রমাণ করেছি, পাকিস্তান আত্মরক্ষায় যথাযথ জবাব দিতে সক্ষম।
তিনি আরও বলেন, পাকিস্তানি সেনাবাহিনী প্রচলিত যুদ্ধে প্রতিপক্ষের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে। পুরো জাতি সশস্ত্র বাহিনীর সাহস, শক্তি ও নেতৃত্বের প্রতি গর্ব অনুভব করছে।
প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে ছিল কঠোর বার্তা ও প্রতিশোধের অঙ্গীকার। তিনি আবারও দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, যে রক্ত ঝরেছে, তার প্রতিটি ফোঁটার জবাব আমরা দেব।