
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
আমি শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যেতে প্রস্তুত: ভারতের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৭:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মন্ত্রী বিজেড জামির খান সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। শুক্রবার (২ মে) এক সংবাদ সম্মেলনে রাজ্যের আবাসন, ওয়াকফ ও সংখ্যালঘুকল্যাণ বিষয়ক এই মন্ত্রী বলেন, “যদি প্রয়োজন হয়, আমি আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যেতে প্রস্তুত।”
কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় এই উসকানিমূলক বক্তব্য দেন জামির খান। তিনি দাবি করেন, “আমি ভারতীয়, পাকিস্তানের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। যুদ্ধ হলে আমি সম্মুখসারিতে যেতে চাই। যদি দরকার হয়, আমাকে আত্মঘাতী বোমা দিন—আমি মজা করছি না, এটি আমার আন্তরিক ইচ্ছা।”
তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করছি, দেশের জন্য যদি দরকার হয়, আমাকে ব্যবহার করুন। আমি প্রস্তুত পাকিস্তানে যাওয়ার জন্য।”
মন্ত্রী জামির খানের এমন মন্তব্য সামনে আসার পরপরই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। একাধিক মানবাধিকার সংগঠন এ বক্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' এবং 'উস্কানিমূলক' আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জামির খানের বক্তব্যকে কংগ্রেসের দ্বিচারিতা হিসেবে উল্লেখ করে বলেছে, “একদিকে কংগ্রেস যুদ্ধবিরোধী শান্তির বার্তা দেয়, আরেকদিকে তাদের মন্ত্রী আত্মঘাতী হামলার মতো ভয়ঙ্কর বক্তব্য দেন—এ কেমন দ্বিমুখী রাজনীতি?”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন বক্তব্য শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশকেই উত্তপ্ত করে না, বরং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির মুখে এমন কথা গভীর উদ্বেগের বিষয় বলে মনে করছেন তারা।