Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৭:৩৬ পিএম

ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ হিসেবে আবদালি অস্ত্র ব্যবস্থা (এডব্লিউএস) নামের এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, সামরিক বাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও অন্যান্য কারিগরি সক্ষমতা প্রমাণ করাই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে চালানো হলো, যখন জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে বিবেচনা করতে পারে ভারত।

পেহেলগামে হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সীমান্ত এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে উভয় দেশের বিরুদ্ধে।

কাশ্মিরে হামলার ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি’ বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করেছে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের এসব পদক্ষেপের জবাবে পাকিস্তানও ‘সিমলা চুক্তি’ বাতিল করেছে। এই হামলার পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারত ইতোমধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় জলসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন