
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০১:১৮ এএম
ভারতের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:৩৯ এএম

ছবি : সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত যদি কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে—এমন কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মূল্যে প্রস্তুত রয়েছে তারা।
এই হুঁশিয়ারি দেওয়া হয় রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডারস কনফারেন্স (সিসিসি)-এর পর।
বৈঠকে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা দেশটির ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় অটল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার, বাহিনীর প্রস্তুতি ও মনোবল ধরে রাখার দিকেও গুরুত্ব দেওয়া হয়।
ভারতের পক্ষ থেকে হামলার জন্য সরাসরি ইসলামাবাদকে দায়ী করা হলেও, পাকিস্তান বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে ভারতের নেওয়া পাল্টা পদক্ষেপের ফলে—যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল এবং ওয়াগা সীমান্তে চলাচল বন্ধ করে দেওয়া।
এর জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল ও সীমান্ত ক্রসিং বন্ধসহ পাল্টা ব্যবস্থা নিয়েছে।
সিসিসি বৈঠকে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতিসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। সেনাপ্রধান আসিম মুনির সেনাবাহিনীর পেশাদারিত্ব ও চূড়ান্ত প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেন এবং সব ফ্রন্টে উচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন।
এই প্রেক্ষাপটে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের জন্যই উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সূত্র: জিও নিউজ