Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জেরুজালেম পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৭:৪৬ পিএম

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জেরুজালেম পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন

ছবি : সংগৃহীত

ইসরায়েল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, এক সপ্তাহ আগে শুরু হওয়া দাবানল এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগুনের বিস্তার আরও দ্রুততর করছে। ২ হাজার ৮৯১ একর পাহাড়ি এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে, বন্ধ হয়ে গেছে তেলআবিব-জেরুজালেম প্রধান সড়ক।

দাবানল নিয়ন্ত্রণে দেড় শতাধিক টিম কাজ করলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে, ইউক্রেনও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির বলেন, উত্তরের স্ট্যান্ডবাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফায়ার ফাইটাররা কাজ চালিয়ে যাচ্ছেন, তবে তীব্র বাতাস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে, যা যেকোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম।

এদিকে, দাবানলের কারণে ইসরায়েলের মেমোরিয়াল ডে উপলক্ষে বিভিন্ন আয়োজন বাতিল করা হয়েছে। আশপাশের ১০টি লোকালয় খালি করে ফেলা হয়েছে এবং বহু বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন