Logo
Logo
×

আন্তর্জাতিক

কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১৪

ছবি : সংগৃহীত

কলকাতার মধ্যাঞ্চলের ব্যস্ত এলাকা বড়বাজারে ‘ঋতুরাজ’ নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু, একজন নারী ও ১১ জন পুরুষ। আগুনের ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেলটিতে আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৬ তলার পুরো ভবনে। হোটেলের নিচতলায় ছিল একটি গুদাম, দোতলায় একটি রেস্তোরাঁ, আর উপরের তলাগুলোতে ছিল অতিথি ও কর্মীদের থাকার ঘর।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধার করা হয়েছে ২৫ জনকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত ৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

ঘটনার পরই সেখানে পৌঁছান পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার। ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ বিভাগ। দায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন হোটেলটির মালিক। তাকে খুঁজতে ইতোমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

সূত্র : এনডিটিভি অনলাইন, দ্য ওয়াল, নিউজ ১৮

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন