Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫৪ এএম

কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়

ছবি : সংগৃহীত

কানাডায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি জয়লাভ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাবের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আলোচিত এই নির্বাচনে লিবারেল পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে আবারও সরকার গঠনের পথে রয়েছে।

সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানায়, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে লিবারেল পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে। তবে দলটি পূর্ণসংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। সংখ্যাগরিষ্ঠতা না থাকলে, সরকার গঠনে ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে।

অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে আসা মার্ক কার্নি নির্বাচনী প্রচারে নিজেকে ট্রাম্প প্রশাসনের হুমকির বিরুদ্ধে কানাডার স্বার্থরক্ষার একজন শক্ত নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। বাণিজ্যচুক্তি, শুল্ক আরোপ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এবারের নির্বাচন ছিল কানাডার জন্য এক জটিল চ্যালেঞ্জ।

এর আগে ডিসেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। ট্রুডো ট্রাম্পের বাণিজ্য ও অভিবাসন নীতির সমালোচনা করে বলেন, এসব সিদ্ধান্ত কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে। তার জবাবে ট্রাম্প এই প্রস্তাব দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন