Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান কাশ্মির সীমান্তে আবারও সেনাদের গোলাগুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:২৩ এএম

ভারত-পাকিস্তান কাশ্মির সীমান্তে আবারও সেনাদের গোলাগুলি

ছবি : সংগৃহীত

কাশ্মীর সীমান্তে টানা পঞ্চমবারের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর এই সংঘর্ষ হয়। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, তারা পরিমিত এবং কার্যকরভাবে এর জবাব দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি সেনারা কুপওয়ারা ও বারামুলা জেলার সীমান্তবর্তী এলাকা এবং আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে অপ্ররোচিতভাবে গুলি চালায়। এই উত্তেজনা শুরু হয় গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর, যেখানে ২৬ জন পর্যটকসহ ২৮ জন নিহত হন। এই হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

ভারত সরকার এই ঘটনার পর বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, হামলাকারীদের উপযুক্ত জবাব এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে, পাকিস্তান সিন্ধু চুক্তি স্থগিত করাকে যুদ্ধের উস্কানি বলে দাবি করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি কার্যকর হয়েছিল, যা বর্তমানে চরম সংকটে পড়েছে। এতে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর না থাকলেও উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন