Logo
Logo
×

আন্তর্জাতিক

লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে ভারতীয়দের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে ভারতীয়দের হামলা

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। ভারতীয়দের এই হামলায় দূতাবাসের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের সাদা দেয়াল ও হাইকমিশনের ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে ক্ষতিসাধন করা হয়। রোববার (২৭ এপ্রিল) জিওটিভি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মকাণ্ডে দূতাবাসের সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করেছিল, যার প্রেক্ষিতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

এদিকে লন্ডনে পাকিস্তানি সমর্থনে পাল্টা সমাবেশও অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের দোষারোপের কূটনীতির নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ আনে এবং পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ৭টি বড় পদক্ষেপ নেয়। উত্তরে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে দুই দেশের সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে বলেন, পাকিস্তান আত্মরক্ষায় পুরোপুরি প্রস্তুত। তিনি পাকিস্তানের স্থিতিস্থাপকতা ও শক্তির কথা উল্লেখ করে বলেন, যে কোনো বহিরাগত হুমকির মোকাবিলা করতে পাকিস্তান সক্ষম।

দূতাবাসে হামলার এই ঘটনা দুই দেশের সম্পর্কে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন