Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে তিন রাত ধরে গোলাগুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম

কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে তিন রাত ধরে গোলাগুলি

ছবি : সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যেই সীমান্তে টানা তিন রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পেহেলগামে ভয়াবহ হামলার পর জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে তুতমারিগালি ও রামপুর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা কোনো উসকানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। ভারতীয় সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে।

এনডিটিভি আরও জানায়, গত তিন রাতের মধ্যে এটি তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। এর আগে দুই দেশই কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিকদের প্রত্যাহার এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে।

তবে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন