Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর হামলা ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার আসামের বিধায়ক আমিনুল ইসলাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:১৭ এএম

কাশ্মীর হামলা ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার আসামের বিধায়ক আমিনুল ইসলাম

ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারী হামলার পেছনে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন আসাম রাজ্যের বিধায়ক আমিনুল ইসলাম। তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) একজন প্রতিনিধি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আসাম রাজ্যে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগাম হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় আমিনুল ইসলাম সংশয় প্রকাশ করেন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আসাম পুলিশ তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে মামলা করে এবং পরে তাকে গ্রেপ্তার করে।

আসাম পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্সে জানানো হয়, ধিং আসনের এই বিধায়কের মন্তব্য জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়াতে পারে বলে ধারণা করা হয়, যার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ‘‘যারা সন্ত্রাসী হামলার পরে সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তানকে রক্ষার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। আমিনুল ইসলামের মন্তব্য স্পষ্টতই পাকিস্তানপন্থি মনোভাবের প্রকাশ।’’

অন্যদিকে, এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল পরিষ্কার করে জানিয়েছেন, আমিনুল ইসলামের মন্তব্য দলীয় অবস্থান নয়। তিনি বলেন, ‘‘সন্ত্রাসের কোনো ধর্ম নেই। যারা সহিংসতা চালায় তারা মানবতার শত্রু। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের পাশে আছি।’’

এদিকে কেবল আমিনুলই নন, নাগরিক সমাজ থেকেও প্রশ্ন উঠেছে। সায়ক ঘোষ চৌধুরী নামে এক নাগরিক সামাজিক মাধ্যমে লিখেছেন, বর্তমান উন্নত নিরাপত্তা ব্যবস্থার পরও কিভাবে জঙ্গিরা অনায়াসে হামলা চালাতে পারে, তা সন্দেহজনক। তিনি হামলার পেছনে সরকারের উচ্চপর্যায়ের কোনো হাত থাকতে পারে বলেও ইঙ্গিত দেন।

তার মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে আরও অনেকে দাবি করছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব হামলা ঘটানো হতে পারে এবং সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশই পুরো কাশ্মীর অঞ্চল নিজেদের অংশ হিসেবে দাবি করে, যদিও তা বর্তমানে ভাগ হয়ে শাসিত হচ্ছে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পেহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত বৈসরান, যা ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত, বসন্ত ও গ্রীষ্মের সময়ে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে। এই অঞ্চলে সাম্প্রতিক হামলার ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন