
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০১:২৩ এএম
ভারত হঠাৎ পানি ছাড়ায় পাকিস্তানের কাশ্মিরে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মিরে ঝিলাম নদীতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, ভারত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পানি ছাড়ছে, যার ফলে ঝিলাম নদীতে হঠাৎ করে জলাবদ্ধতা তৈরি হয়েছে। প্রশাসনের মুখপাত্র বলেন, "ভারতের অতিরিক্ত পানি ছাড়ার কারণে ঝিলাম নদীতে মাঝারি বন্যা দেখা দিয়েছে।"
পাকিস্তানের সংবাদমাধ্যম দুনিয়া নিউজের খবরে বলা হয়, ভারত পাকিস্তানকে কোনো ধরনের পূর্বসংকেত না দিয়েই ঝিলামে অতিরিক্ত পানি ছেড়েছে। এ কারণে নদীর পানি দ্রুত বেড়ে যায় এবং নদীতীরবর্তী এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।
এই পানি ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ অঞ্চল থেকে পাকিস্তানের চাকোঠি সীমান্ত হয়ে প্রবেশ করছে।
উল্লেখ্য, ঝিলাম নদী সিন্ধু নদ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপনদী। সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ সংক্রান্ত উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে এবং জানিয়ে দিয়েছে, পাকিস্তানে তারা আর এক ফোঁটা পানিও যেতে দেবে না। অন্যদিকে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, যদি ভারতের পক্ষ থেকে নদীর প্রবাহ আটকানোর চেষ্টা করা হয়, তবে তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।
এ প্রেক্ষিতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন, “সিন্ধুর পানির প্রবাহ থাকবে, নতুবা বইবে ভারতীয়দের রক্ত।”
এর আগে শুক্রবার ভারতের জলশক্তিমন্ত্রী সি.আর. পাতিল জানান, পাকিস্তানে ভারত থেকে যেন এক ফোঁটাও পানি না যায়, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে এ বিষয়ে তিনটি ভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী সমাধানের দিকে এগোনো হচ্ছে। এর অংশ হিসেবে নদীর গতিপথ পরিবর্তন ও ড্রেজিং কাজ শিগগিরই সম্পন্ন করা হবে।
সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে এবং এর পরপরই সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণা আসে।
সূত্র: আলজাজিরা