Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পিএম

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে এই বন্দরে শনিবার (২৬ এপ্রিল) বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানি বার্তাসংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, শহীদ রাজী বন্দর হোরমোজ প্রণালীর উত্তরে অবস্থিত ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দরগুলোর একটি। এখান দিয়েই বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়।

হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ জানান, বিস্ফোরণের পর সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠছে এবং আশপাশের ভবন ও গাড়িগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ রাজী বন্দরে কনটেইনার পরিবহনের পাশাপাশি তেল ও পেট্রলজাত রাসায়নিক পদার্থের সংরক্ষণ অবকাঠামোও রয়েছে। আধাসরকারি তাসনিম বার্তাসংস্থা জানিয়েছে, বিস্ফোরণটি সম্ভবত জ্বালানি ট্যাংক থেকে শুরু হয়েছিল। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর আশঙ্কা, বিস্ফোরণের ভয়াবহতায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন