
প্রিন্ট: ২৯ জুন ২০২৫, ১১:২৬ এএম
গাজায় আইডিএফের অভিযানে ২৪ ঘণ্টায় নিহত ৮৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম

ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে রয়েছেন, যাদের উদ্ধারের কাজ চলমান। এদের সংখ্যা এখনও আনুষ্ঠানিক পরিসংখ্যানে যোগ হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। সর্বশেষ অভিযানের পর এখন পর্যন্ত দেড় বছরের মধ্যে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০০ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন। নিহত ও আহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
প্রায় ১৫ মাসের সংঘাতের পর আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও, মাত্র দু’মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু হয়। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২০৬০ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।
হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে এখনও প্রায় ৩৫ জন জীবিত রয়েছেন বলে আইডিএফের ধারণা। ইসরায়েল ঘোষণা দিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধারের চেষ্টা চালানো হবে।
এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি