
প্রিন্ট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর মুখোমুখি ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
কাশ্মীরের একটি পর্যটন এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে এবং প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দেয়। জবাবে ইসলামাবাদ কঠোর প্রতিক্রিয়া জানায়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, ভারতের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা হয়েছে।
পাকিস্তানের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছে এবং এ ধরনের উদ্যোগকে ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, কোনো পদক্ষেপের প্রতিক্রিয়ায় ‘জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে’ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, বুধবার (২৩ এপ্রিল) ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত ঘোষণা করে। এর মধ্যে আছে সিন্ধু পানি চুক্তি বাতিল, সীমান্ত বন্ধ, ভিসা বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয় এবং তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানায়। এছাড়া পাকিস্তান ভিসা প্রদান স্থগিত করে এবং ভারতীয় কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে নামিয়ে আনার নির্দেশ দেয়।
ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।