
প্রিন্ট: ২৭ জুন ২০২৫, ০৯:০৫ পিএম
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পিএম

ছবি : সংগৃহীত
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তায় জানানো হয়, আগামী ২৭ ও ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করার পরিকল্পনা থাকলেও এই সফর সম্ভব হচ্ছে না। নতুন তারিখ পারস্পরিক আলোচনার মাধ্যমে পরে নির্ধারণ করা হবে।
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসহাক দার এ সফর স্থগিতের অনুরোধ জানান। গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। যদিও পাকিস্তান এই অভিযোগের প্রতিবাদ জানিয়েছে এবং হত্যাকাণ্ডের নিন্দা করেছে।
এ ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে আছে পানি চুক্তি বাতিল, সীমান্ত বন্ধ, এবং ভিসা নিষেধাজ্ঞা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে সিমলা চুক্তি সাময়িক স্থগিত এবং ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা উল্লেখযোগ্য।
সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং সামরিক প্রস্তুতির খবরও গণমাধ্যমে উঠে আসছে। এমন পরিস্থিতিতে ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিতের ঘোষণা দেওয়া হলো।