
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
কাশ্মিরে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি বাতিল ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪ এএম

ছবি : সংগৃহীত
কাশ্মিরের পেহেলগামে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের মধ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক এই চুক্তি। ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধপূর্ণ সম্পর্কের মধ্যেও দীর্ঘ ছয় দশক ধরে টিকে থাকা এ পানি চুক্তি বিশ্বে অন্যতম সফল চুক্তি হিসেবে পরিচিত ছিল।
তবে সাম্প্রতিক হামলার জের ধরে ভারত শুধু চুক্তিই নয়, আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের নাগরিকদের জন্য সার্কভুক্ত বিশেষ ভিসা সুবিধা বাতিল করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সার্ক ভিসা ছাড়ের আওতায় দেওয়া সব পাকিস্তানি ভিসা এখন থেকে বাতিল বলে গণ্য হবে এবং যেসব পাকিস্তানি এই ভিসায় বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে।
এর পাশাপাশি দুই দেশের মধ্যে আত্তারি সীমান্ত ক্রসিংও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কাশ্মিরে প্রাণঘাতী হামলার পর পাকিস্তানকে দায়ী করে কঠোর পদক্ষেপের পথে হাঁটল দিল্লি, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি