Logo
Logo
×

আন্তর্জাতিক

ইস্তানবুলে এক ঘণ্টার মধ্যে তিনটি ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

ইস্তানবুলে এক ঘণ্টার মধ্যে তিনটি ভূমিকম্প

ছবি : সংগৃহীত

তুরস্কের রাজধানী ইস্তানবুল পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরের মধ্যে এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এসব ভূমিকম্প আঘাত হানে, যার ফলে শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন।  

আনাদলু এজেন্সির বরাত দিয়ে আঞ্চলিক ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, তিনটি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬ দশমিক ২। বারবার ভূমিকম্পের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গাড়ি চালানো এড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়েছে।  

প্রথম ভূমিকম্পটি দুপুর ১২টা ১৩ মিনিটে ইস্তানবুলের সিলিভরি জেলায় অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৯। এরপর ১২টা ৪৯ মিনিটে একই এলাকায় আবারো ভূমিকম্প হয়, যা ছিল সবচেয়ে শক্তিশালী—৬ দশমিক ২ মাত্রার।  

দুই মিনিট পর, ১২টা ৫১ মিনিটে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৪। পরে শহরের পশ্চিমাঞ্চলে আরও কয়েকটি ভূকম্পন শনাক্ত করা হয়েছে।  

বর্তমানে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন