Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে আলোচনার আভাস পুতিনের, সরাসরি আলোচনায় আগ্রহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

যুদ্ধবিরতিতে আলোচনার আভাস পুতিনের, সরাসরি আলোচনায় আগ্রহ

ছবি : সংগৃহীত

ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন তিনি।

পুতিন বলেন, ‘‘রাশিয়া সবসময় শান্তি প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখে। আমরা আশাবাদী, কিয়েভের নেতৃত্বও একই মনোভাব পোষণ করবে।’’ যদিও আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, বাস্তবতায় ইউক্রেনজুড়ে রুশ সামরিক হামলা এখনও অব্যাহত রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের বক্তব্যকে ব্যাখ্যা করে বলেন, এতে স্পষ্ট হয় যে রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলা থামিয়ে শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী। তবে বিশ্লেষকদের মতে, এই বার্তাটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা যেতে পারে।

এরই মধ্যে মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে রুশ হামলার খবর দিয়েছে বিবিসি। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নারী নিহত হন এবং আরও অন্তত ২০ জন, যাদের মধ্যে চারজন শিশু, আহত হন।

খারকিভে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ওডেসা, দোনেৎস্ক, সুমি ও খেরসনের মতো এলাকাগুলোতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ওডেসায় সোমবার রাতে একটি পাঁচতলা আবাসিক ভবনে হামলায় অন্তত তিনজন আহত হয়।

এই হামলাগুলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ‘‘রাশিয়ার পরিকল্পিত সন্ত্রাস’’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এই সহিংসতা বন্ধ করতে মাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্তই যথেষ্ট।”

জেলেনস্কি রাশিয়ার প্রতি ৩০ দিনের জন্য ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এর প্রতিক্রিয়াতেই পুতিন আলোচনার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সরাসরি আলোচনা হয়নি। এখন পুতিনের এই ইঙ্গিতকে সম্ভাব্য কূটনৈতিক মোড় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন