Logo
Logo
×

আন্তর্জাতিক

হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন

ছবি : সংগৃহীত

চীন সম্প্রতি একটি পরমাণুবিহীন হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গবেষকরা একটি নিয়ন্ত্রিত ক্ষেত্রের মধ্যে এই বিস্ফোরক যন্ত্রের পরীক্ষা করেছেন, যা শক্তিশালী রাসায়নিক চেইন প্রতিক্রিয়া ঘটিয়েছে।

এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং বোমাটি তৈরির পেছনে কাজ করেছে চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের ৭০৫ নম্বর গবেষণা ইনস্টিটিউট। চীন এই বোমাকে ‘ক্লিন এনার্জি অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছে। এটি ম্যাগনেশিয়াম হাইড্রাইড নামক পদার্থ দিয়ে তৈরি, যা পারমাণবিক নয়। তবে এটি ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে সক্ষম, যা দুই সেকেন্ড ধরে জ্বলতে থাকে।

বোমাটি বিস্ফোরণের পর নিজেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুনের তীব্রতা বাড়ায়। এর ফলে বিস্ফোরণের প্রভাব একাধিক ধাপে বৃদ্ধি পায়। গবেষকদের মতে, এই বোমার আগুন এতটাই তীব্র যে এটি অ্যালুমিনিয়ামের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে। বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রয়েছে এই বোমার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন