Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম

ভারতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের উত্তরপ্রদেশে ধরপাকড় শুরু হয়েছে। ‘ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন’ লেখা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং জানান, পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের আহ্বান ছিল। সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ভারতে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে র‍্যালি করছে, তখন মোদি সরকারের এই ধরপাকড় রাজনৈতিক পক্ষপাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। 

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চললেও ভারত সেই দেশকেই অস্ত্র সরবরাহ করছে। বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত-ইসরায়েল সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ। ফলে ফিলিস্তিনপন্থি কার্যক্রম দমনে সরকারের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। 

এই পরিস্থিতিতে ভারতের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন