
প্রিন্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ এএম
হজ মৌসুম সামনে রেখে সৌদি আরবে কঠোর অভিযান, ৯৫টি অননুমোদিত গুদাম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১১ পিএম

ছবি : সংগৃহীত
আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কা শহরে কঠোর অভিযান পরিচালিত হচ্ছে। হজযাত্রীদের সেবা-সংশ্লিষ্ট অননুমোদিত গুদামের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ৯৫টি লাইসেন্সবিহীন গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে। মক্কার পৌর কর্তৃপক্ষের মুখপাত্র ওসামা যায়তুনি জানিয়েছেন, এই অভিযান স্বাস্থ্য ও নিরাপত্তা মান নিশ্চিত করার জন্য শুরু করা হয়েছে।
মূলত তাঁবু ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরবরাহকারী গুদামগুলোর ওপর নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি, গুদামগুলোর একটি তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
আল-আখবারিয়া টেলিভিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্ধ করে দেওয়া গুদামগুলোর অনিয়মের মধ্যে রয়েছে—অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা, দুর্বল সংরক্ষণ নীতি এবং নিম্নমানের পরিষ্কার-পরিচ্ছন্নতা।
এ বছরের জুন মাসে অনুষ্ঠিতব্য হজ উপলক্ষে সৌদি কর্তৃপক্ষ নানা প্রস্তুতি গ্রহণ করেছে। হজে নিয়োজিত কর্মীদের জন্য বিশেষ অনুমতিপত্র প্রদানের প্রক্রিয়াও শুরু হয়েছে। সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, মক্কায় কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা ‘আবশের’ ও ‘মুকিম’ ই-প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবেশ অনুমতি নিতে পারছেন।
এই অনুমতিপত্রগুলো মক্কাভিত্তিক প্রতিষ্ঠান, মৌসুমি কর্মী ও তাদের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মীদের দেওয়া হচ্ছে, যারা হজ মৌসুমে কাজ করবেন।