Logo
Logo
×

আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পিএম

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এক হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা হঠাৎ বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা নিয়ে শিক্ষার্থী মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভিসা বাতিলের এই সিদ্ধান্তে হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওহাইও স্টেট, মেরিল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের নামকরা ১২৮টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিশেষায়িত শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম ইনসাইড হায়ার এডুকেশন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১,৩০০ আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সদ্য স্নাতকপ্রাপ্তদের ভিসা বাতিল করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই কর্তৃপক্ষ তাদের বৈধ অবস্থান বাতিল করেছে, যা মূলত একটি সুপরিকল্পিত ও গোপনীয় গণবাতিল প্রক্রিয়ার অংশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা তুচ্ছ—যেমন ট্রাফিক আইন লঙ্ঘনের মতো বিষয়। আবার অনেকেই জানেন না, কী কারণে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এইসব ঘটনায় নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া এবং ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

মিশিগানের এক আইনি দলে উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপ থেকে বোঝা যায়—যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) একটি অলিখিত নীতি অনুসরণ করে বৈধ শিক্ষার্থীদের মর্যাদা হরণ করছে।

বিশ্ববিদ্যালয়গুলোও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। হার্ভার্ড, স্ট্যানফোর্ডসহ একাধিক বিশ্ববিদ্যালয় সরকারকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে। কিছু প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পাসপোর্ট ও অভিবাসন সংক্রান্ত কাগজপত্র সব সময় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।

বস্টন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মার্সেলো সুয়ারেজ-ওরোজকো জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানের অন্তত দুইজন বর্তমান শিক্ষার্থী ও পাঁচজন সাবেক শিক্ষার্থীর বৈধ অবস্থান বাতিল হয়েছে। তিনি বলেছেন, এমন অনিশ্চয়তার সময় আমাদের সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের গবেষক মিশেল মিটেলস্টাট মনে করেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির পরিণতিই এখন শিক্ষার্থীরাও ভোগ করছেন। আমেরিকান কাউন্সিল অন এডুকেশন-এর সারা স্প্রেইটজার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইসিই-র অভিযানে এবং দ্রুত নির্বাসনের আশঙ্কায় শিক্ষার্থীরা এক ধরনের ভয়ের পরিবেশে পড়েছেন।

এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত লাখো বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন