Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নতুন করে বাস্তুচ্যুত আরও পাঁচ লাখ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৩ এএম

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নতুন করে বাস্তুচ্যুত আরও পাঁচ লাখ

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানায়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে গাজায়। সেই থেকে প্রতিদিনের ধারাবাহিক হামলায় বিশালসংখ্যক গাজাবাসী তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ জানিয়েছেন, হামাসকে চাপে রাখতে তারা ‘সুষ্পষ্ট নীতি’ অনুসরণ করছে—যার অংশ হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। ছয় সপ্তাহ ধরে চলমান এই অবরোধ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মানবিক সহায়তা নিষেধাজ্ঞা।

অবরুদ্ধ গাজা প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর নতুন হামলার শিকার হচ্ছে। বুধবার (১৬ এপ্রিল) সকালের এক হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যাতে ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শুরু হয় ইসরায়েলের ব্যাপক ও ধারাবাহিক সামরিক অভিযান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেড় বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৫১ হাজার ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ।  

এই পরিস্থিতিতে গাজায় মানবিক বিপর্যয় দিনকে দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন