
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেড়শ ইসরায়েলি সেনার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবারও চিঠি পাঠিয়েছেন কমপক্ষে দেড়শো সেনাসদস্য।
আইডিএফের গোলানি ব্রিগেডের সদস্যরা এই চিঠিতে সাক্ষর করে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবি জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে বিমানবাহিনীর ১ হাজার সদস্য এবং গোয়েন্দা বাহিনীর কয়েকশ সদস্য একই দাবিতে চিঠি পাঠিয়েছিলেন। এছাড়া ২শ’ সামরিক চিকিৎসকও আলাদা চিঠিতে সাক্ষর করেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরেই যুদ্ধ বন্ধের দাবি জোরালো হচ্ছে, যা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, এ ধরনের চিঠিতে সাক্ষর করলেই সেনাদের বরখাস্ত করা হবে।
এই পরিস্থিতি ইসরায়েলের প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে।