Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৫, আহত ১১৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পিএম

ইউক্রেনের সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৫, আহত ১১৭

ছবি : সংগৃহীত

ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন, এবং আহত হয়েছেন আরও ১১৭ জনের মতো। আজ সোমবার সকালে, রুশ সেনারা সুমিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় নিহত ও আহতদের মধ্যে সামরিক কর্মকর্তা, সেনা সদস্য এবং বেশ কিছু বেসামরিক নাগরিকও রয়েছে, জানিয়েছে রয়টার্স, সুমির স্থানীয় আইন কর্মকর্তাদের বরাত দিয়ে।

পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সোমবার সকালে সুমিতে ইউক্রেনের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকের স্থানটিই লক্ষ্য করে রুশ সেনারা দুটি ইসকান্দার-এম ক্ষেপণাস্ত্র ছোড়ে, যাতে ৬০ জনের মৃত্যু হয়।

হামলার পর, কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের পরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সাইবিহা বলেছেন, “এই হামলা পরিষ্কারভাবে প্রমাণিত করে যে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায়, শান্তির কোনও ইচ্ছা তাদের নেই।”

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ সংবাদমাধ্যম কমেরসেন্টকে জানিয়েছেন, সুমিতে রুশ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা তাদের পশ্চিমা সহযোগীদের সঙ্গে বৈঠক করছিলেন, এবং ওই বৈঠকের স্থলটিই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এমন একটি জঘন্য কাজ যা সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়, তা কেবল বর্বররা করতে পারে।”

এছাড়া, জার্মানি, ব্রিটেন ও ইতালি ইতোমধ্যেই হামলাটির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “মुझे বলা হয়েছে এটি ভুলবশত ঘটেছে, তবে আমি মনে করি এটি একটি অত্যন্ত ভয়াবহ ঘটনা।”

সূত্র : রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন