
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
মারা গেছেন পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

ছবি : সংগৃহীত
পেরুর নোবেলজয়ী বিখ্যাত ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা ৮৯ বছর বয়সে জীবনের ইতি টেনেছেন। স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) পেরুর রাজধানী লিমায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
মারিও বার্গাস য়োসার ছেলে আলভারো বার্গাস য়োসা সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস য়োসা স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।”
মারিও বার্গাস য়োসার বিখ্যাত সাহিত্যকর্মগুলো মধ্যে রয়েছে ‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’। তিনি ষাট ও সত্তর দশকের লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার নাম গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও হুলিও কোর্তাসারের সঙ্গে একই কাতারে উচ্চারিত হয়।
১৯৯০ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে লড়েন তিনি। পরে ১৯৯৩ সালে স্পেনের নাগরিকত্ব গ্রহণ করেন এবং পেরুর স্বৈরশাসক ফুজিমোরির বিরুদ্ধে অবস্থান নেন। ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন মারিও বার্গাস য়োসা। সুইডিশ অ্যাকাডেমি তার সাহিত্যকর্মের গভীরতা এবং মানবিক চিত্রের জন্য তাকে এই সম্মানে ভূষিত করে।
মারিও বার্গাস য়োসা ফরাসি সাহিত্যিক গুস্তাভে ফ্লবার্তকে নিজের প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তার লেখা ‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’ অবলম্বনে ১৯৯০ সালে নির্মিত হয় ‘টিউন ইন টুমরো’ নামের চলচ্চিত্র, যেখানে অভিনয় করেন কিয়ানু রিভস ও বারবারা হারশি।
মারিও বার্গাস য়োসার প্রয়াণের মধ্য দিয়ে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালি যুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো। বিশ্বসাহিত্যে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।