
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ এএম
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম
-67fb2d6ab3c06.jpg)
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে গতকাল শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশন করেছে বাংলাদেশের মানুষ। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে।
বাংলাদেশের এই র্যালি নিয়ে বার্তাসংস্থা এপি প্রতিবেদন করেছে। সংবাদমাধ্যমটি তাদের শিরোনাম করেছে, “বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র্যালি।” এপি সংবাদের ভেতরে লিখেছে, হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন।
ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিবাদ ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে তারা ফলাও করে প্রচার করেছে তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির ছবিতে ‘জুতাপেটা’ করেছেন বাংলাদেশের মানুষ।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজও এই র্যালি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা তাদের শিরোনামে লিখেছে, “১০ লাখ বাংলাদেশি প্রকাশ্যে ইসরায়েল-সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।”
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টও এ খবরটি প্রকাশ করেছে। তারাও তাদের প্রতিবেদনে ইসরায়েলের প্রতি বাংলাদেশের মানুষের নিন্দার কথা জানিয়েছে। অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বার্তাসংস্থা রয়টার্সের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এরমাধ্যমে তারা দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন।
আরএস/