
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৫০ এএম
নিউইয়র্কে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ শিশুসহ ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:১৭ এএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ‘নিউইয়র্ক হেলিকপ্টারস’ নামক সংস্থাটি এই হেলিকপ্টার পরিচালনা করত। ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন স্পেন থেকে আগত পর্যটক, যারা একই পরিবারের সদস্য ছিলেন। ষষ্ঠ ব্যক্তি ছিলেন হেলিকপ্টারের পাইলট। এই ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করে বলেছেন, "আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি।"
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও তদন্ত চলছে। নিহতদের পরিবারের অনুমতি ছাড়া তাদের পরিচয় প্রকাশ করা হবে না।
ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি আকাশে উল্টে গিয়ে হাডসন নদীতে পড়ে যায়। প্রায় ১৬ মিনিট উড্ডয়নের পর, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এটি বিধ্বস্ত হয়।
এ ঘটনা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গভীর শোকের সঞ্চার করেছে।