Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম

চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর মোট শুল্ক এখন ১৪৫ শতাংশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীনা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করা হবে। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এই নতুন হার পূর্বের ২০ শতাংশ শুল্কসহ যুক্তভাবে কার্যকর হবে। ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়াবে ১৪৫ শতাংশে।

বিশ্লেষকদের মতে, এ অতিরিক্ত শুল্কের বড় প্রভাব পড়বে প্রযুক্তিপণ্য বিশেষ করে আইফোনের ওপর। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বিক্রিত প্রায় ৮০ শতাংশ অ্যাপল পণ্য উৎপাদিত হয় চীনে।

এই শুল্ক বাড়ানোর ফলে যদি খরচ ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে একটি আইফোনের দাম কয়েকশ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনকি, ডলারের দামের ওঠানামার কারণে যুক্তরাজ্য ও ইউরোপসহ অন্যান্য দেশেও আইফোনের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীন এই পদক্ষেপকে ‘গুন্ডামি’ হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। বেইজিংয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই একতরফা শুল্ক আরোপ তাদের দমনমূলক আচরণেরই বহিঃপ্রকাশ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমরা পেছাবো না, চীন উসকানিতে ভয় পায় না। 

তিনি কোরিয়ান যুদ্ধের সময় মাও সেতুংয়ের একটি ভিডিও শেয়ার করে লেখেন, এই যুদ্ধ যত দীর্ঘই হোক, আমরা কখনো আত্মসমর্পণ করবো না।

সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন