Logo
Logo
×

আন্তর্জাতিক

আর কোনো শরণার্থী আপাতত গ্রহণ করবে না জার্মানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পিএম

আর কোনো শরণার্থী আপাতত গ্রহণ করবে না জার্মানি

ছবি : সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন করে আর কোনো শরণার্থী আপাতত গ্রহণ করবে না জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামাজিক চাপের প্রেক্ষাপটে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বরাতে এ তথ্য জানিয়েছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ।

তবে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সও এ বিষয়ে মন্তব্যের জন্য ইউএনএইচসিআর-এর সঙ্গে যোগাযোগ করেছে, তবে সেখান থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জার্মান পার্লামেন্ট নির্বাচনে অভিবাসন ছিল অন্যতম আলোচিত ইস্যু। শরণার্থী ও অভিবাসীদের ঘিরে ঘটে যাওয়া কিছু সহিংস ঘটনার প্রেক্ষিতে কট্টর ডানপন্থি দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি (AfD)’ জনসমর্থনে বড় ধরণের উত্থান ঘটিয়েছে এবং নির্বাচনে দ্বিতীয় স্থান দখল করেছে।

বর্তমানে নির্বাচনের পরবর্তী সরকার গঠনের আলোচনা চলছে। এতে নেতৃত্ব দিচ্ছে রক্ষণশীল দল CDU/CSU, যারা তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট গঠনের চেষ্টা করছে। এই আলোচনায় অভিবাসন ও শরণার্থী ইস্যু অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

জার্মানি বর্তমানে প্রতিবেশী নয়টি দেশের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যা শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে এবং চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া সিডিইউ/সিএসইউ চায়, তথাকথিত 'নিরাপদ' দেশ থেকে আগত শরণার্থীদের আগেই সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হোক, এ নিয়েও বিতর্ক চলছে।

রয়টার্সের হাতে আসা একটি খসড়া নথি অনুসারে, সিডিইউ/সিএসইউ ও এসপিডি— সম্ভাব্য জোটের দুই দলই সম্মত হয়েছে, নতুন করে কোনো শরণার্থী পুনর্বাসন প্রকল্প চালু না করতে এবং বর্তমানে চালু থাকা অনেক প্রকল্পও ধাপে ধাপে বন্ধ করে দিতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছর জার্মানি ৬ হাজার ৫৬০ জন শরণার্থীকে ইউরোপীয় ইউনিয়নের পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সাধারণত এসব শরণার্থী মিসর, জর্ডান, লেবানন, পাকিস্তান, কেনিয়া ও লিবিয়া থেকে আসেন।

তবে সাম্প্রতিক তথ্য বলছে, আশ্রয়ের আবেদনের দিক থেকে জার্মানি আর ইউরোপে শীর্ষে নেই। ইউরোপীয় ইউনিয়নের একটি গোপন প্রতিবেদনের ভিত্তিতে জার্মান পত্রিকা ওয়েল্ট অ্যাম সোন্ট্যাগ জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ফ্রান্স ও স্পেন আশ্রয় আবেদনের সংখ্যায় জার্মানিকে ছাড়িয়ে গেছে।

ইউরোস্ট্যাটের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে ফ্রান্সে জমা পড়ে ১৩ হাজার ৬৫টি, স্পেনে ১২ হাজার ৯৭৫টি এবং জার্মানিতে ১২ হাজার ৭৭৫টি নতুন আবেদন।

জার্মানির অভিবাসন বিষয়ক সংস্থা বিএএমএফ জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে মোট ৪১ হাজার আশ্রয় আবেদন জমা পড়ে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম। মার্চ মাসে এই সংখ্যা ৯ হাজারের নিচে নেমে এসেছে, যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।

২০২৪ সালে জার্মানি ছিল ইউরোপে সর্বোচ্চ আশ্রয় আবেদন গ্রহণকারী দেশ, যেখানে জমা পড়ে ২ লাখ ৫০ হাজার ৬১৫টি আবেদন। তবে চলতি বছর সেই চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে, যার প্রভাব পড়ছে সরকারের নীতিনির্ধারণে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন