
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০৮:০০ এএম
২০ দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৪৯০ শিশু নিহত: গাজা মিডিয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পিএম

ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২০ দিনে ৪৯০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে গাজা মিডিয়া অফিস। রোববার (৬ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এই ঘটনাকে ‘আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল গাজায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, যেখানে শিশুরাই বিমান হামলার প্রধান লক্ষ্য। গত ২০ দিনে ইসরায়েলের হামলায় ৪৯০ শিশু নিহত হয়েছে এবং মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৫০ জনে। গাজা মিডিয়া অফিস ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিত গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক হতাহতের ঘটনা দুর্ঘটনাবশত। তবে গাজা মিডিয়া অফিস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, পরিসংখ্যানই প্রমাণ করে যে ইসরায়েল সুনির্দিষ্টভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করছে।
গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা আরও তীব্র করার ঘোষণা দেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে, যা গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার উদ্দেশ্যে তৈরি।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, ইসরায়েল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।