Logo
Logo
×

আন্তর্জাতিক

ঢাকায় ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের অভিযোগে আলোচনায় টিউলিপ সিদ্দিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম

ঢাকায় ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের অভিযোগে আলোচনায় টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে তার মালিকানাধীন একটি ফ্ল্যাট নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে ৬ লাখ পাউন্ড মূল্যের ওই ফ্ল্যাট জব্দ করেছে বাংলাদেশ সরকার এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তিনি কোনো অন্যায় করেননি। তিনি বলেন, ২০০২ সালে তার বাবা-মা তাকে উপহার হিসেবে ফ্ল্যাটটি দেন এবং ২০১৫ সালে সেটি বৈধভাবে তার বোন আজমিনা সিদ্দিকের কাছে হস্তান্তর করেন।

তবে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্টমিনিস্টার রেজিস্ট্রার অনুযায়ী, ২০১৫ সালের জুন পর্যন্ত ফ্ল্যাটটি টিউলিপ ও তার পরিবারের যৌথ মালিকানাধীন ছিল। পরের মাসে তিনি তা হস্তান্তর করেছেন বলে দাবি করেন।

কিন্তু *ডেইলি মেইল* জানায়, তাদের অনুসন্ধানে ঢাকা সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটির বর্তমান মালিক হিসেবে এখনো টিউলিপ সিদ্দিকের নামই রয়েছে, যেমনটা দুদকও দাবি করছে। ফলে এখন আদালত নির্ধারণ করবে প্রকৃত মালিক কে।

দুদক জানায়, টিউলিপ ফ্ল্যাটটি তার বোনের কাছে হস্তান্তরের জন্য হেবা দলিল ব্যবহার করেন, যা ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিবারের এক সদস্য অন্য সদস্যকে উপহার দিতে পারেন। তবে এই দলিলের আইনগত বৈধতা পেতে হলে সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধন বাধ্যতামূলক।

এছাড়া, যিনি এই হেবা দলিল তৈরি করেছেন বলে দাবি করা হয়েছে—সেই ব্যারিস্টার নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, দলিলটিতে থাকা স্বাক্ষর জাল করা হয়েছে।

এই অভিযোগের সত্যতা নিয়ে এখন বাংলাদেশের আদালতেই সিদ্ধান্ত হবে টিউলিপ সিদ্দিক প্রকৃত মালিক কিনা এবং তিনি আইন লঙ্ঘন করেছেন কি না।

সূত্র: ডেইলি মেইল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন