Logo
Logo
×

আন্তর্জাতিক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ছবি : সংগৃহীত

শুক্রবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭, আর গভীরতা ছিল ১০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের পরপরই একটি আফটারশকও অনুভূত হয়।

ভূমিকম্পের প্রভাবে মিয়ানমার ছাড়াও থাইল্যান্ড ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে ভূমিকম্পের তীব্রতায় শত শত মানুষ আতঙ্কে ভবন থেকে বেরিয়ে রাস্তায় আসে। সেখানে স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে দেশে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিয়ানমারের মান্দালয় শহরের প্রায় ১৭.২ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, যেখানে জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্টগুলোতে ধসে পড়া ভবন এবং শহরের রাস্তায় ধ্বংসস্তূপের ছবি দেখা গেছে। যদিও এই পোস্টগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মান্দালয় ফায়ার সার্ভিসেস বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য অনুসন্ধান ও অভিযান পরিচালনা করছেন। এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্পষ্ট হতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন