Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের আম ও কাঁঠাল বেশ সুস্বাদু: চীনা প্রেসিডেন্ট

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম

বাংলাদেশের আম ও কাঁঠাল বেশ সুস্বাদু: চীনা প্রেসিডেন্ট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের আম ও কাঁঠাল খেয়েছেন। ফল দুটি বেশ সুস্বাদু বলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে দেওয়া পোস্টে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের মধ্যে অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

পোস্টে শফিকুল আলম লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিং প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এটি ছিল অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর এবং এখন পর্যন্ত এটি একটি দুর্দান্ত সাফল্য।

শফিকুল আলম আরও লেখেন, জিংপিং বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন। চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবে। বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে।

প্রেস সচিব লেখেন, বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে তার দুটি সফরের কথা বলেছেন। তিনি বলেছেন তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন ক্ষুদ্রঋণ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি আরও বলেছেন তিনি বাংলাদেশি আম এবং কাঁঠাল খেয়েছেন। এগুলো বেশ সুস্বাদু। আগামী মাসগুলোতে বাংলাদেশ এই ফলগুলো চীনে ব্যাপকভাবে রফতানি করার আশা করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন